শিশু শ্রম বন্ধ আন্দোলন
নির্ভয় অ্যাপ & টিম বাংলাদেশ এর একটি নতুন প্লাটফর্ম- শিশু শ্রম বন্ধ আন্দোলন বাংলাদেশ । পুরো বাংলাদেশে যে কয়টি জেলায় নির্ভয় টিম রয়েছে, শ্রম ও ক্রমসংস্থান মন্ত্রণালয়ের জেলা ভিত্তিক/বিভাগভিত্তিক অধিদফতরের সহায়তায় এই আন্দোলন আজীবন চলমান থাকবে। যেখানেই শিশু শ্রম দেখবেন, (ঝুঁকিপূর্ণ ও পরিশ্রমযুক্ত) নির্ভয় অ্যাপ এ অভিযোগ জানাবেন, এটি যেকোনো ব্যক্তি/যুব/কিশোরদের জন্য উন্মুক্ত !
'বন্ধ করতে শিশুশ্রম ,নির্ভয়ে হোক আন্দোলন...'
Comments
Post a Comment