নিরাপত্তা নির্ভয়ে
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী 'সৈয়দ মাশরুর'। থাকেন বান্দরবান পার্বত্য জেলায়। কাজ করেছেন 'ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স বাংলাদেশ' এর সেন্ট্রাল রিসার্চ সেক্রেটারী হিসেবে।
সমাজ সংস্কার এবং টিনেজারদের নিয়ে লিখেছেন একটি বেস্ট সেলার বই যার নাম 'নিবিরের নোটবুক' । বর্তমানে 'নির্ভয় মোবাইল অ্যাপ' এর ফাউন্ডার এবং উদ্যোক্তা হিসেবে আছেন। এটি এমন একটি মোবাইল অ্যাপ যার মাধ্যমে খুব দ্রুত ধর্ষণ,ইভটিজিং,ছিনতাই, হামলা সহ সকল অফলাইন সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে।
অ্যাপটির মুল নাম 'নির্ভয় The pretector'। কোনো ধরণের ইন্টারনেট বা অ্যাপে স্বতন্ত্র প্রবেশ করা ব্যতিত, ভিকটিম স্মার্টফোনের ভলিউমবাটনে ৫ বার ক্লিক করলেই তাঁর ঠিকানা ম্যাসেজসহ একটি কল ঐ লোকেশনের পাশের থানায় চলে যাবে। পাশাপাশি তাঁর লোকেশনের আশেপাশে থাকা অ্যাপটির ভ্লান্টিয়ারসদের কাছেও বার্তা চলে যাবে। তাছাড়া ভিক্তিমের উক্ত স্মার্টফোনে যদি ফেসবুক লগইন করা থাকে, তাহলে অটোমেটিক একটি বিপদবার্তা তাঁর টাইমলাইনে পোস্ট করা হয়ে যাবে।
এমন ভিন্নধর্মী আ্যাপ বাংলাদেশে একেবারেই প্রথম। ২০২১ সালের আগস্টে হঠাৎ একটি ধর্ষণের মর্মান্তিক নিউজ দেখে মাশরুর অ্যাপটি বানানোর উদ্যোগ নিয়েছিলেন। তখন তিনি সেভ দি চিল্ড্রেন এর ইয়ুথ ডেলিগেট হিসেবে কাজ করতেন। ২১ সালে ইনিশিয়েটিভ নিলেও এসএসসির ব্যস্ততা ও অন্যান্য কারণে অ্যাপ বানানোর কাজ শুরু করতে পারেন নি। ২০২২ সালে তাঁর একজন অ্যাপ ডেভেলপার বন্ধুর সহায়তায় অ্যাপটি বানানোর কাজ কিছুটা আগালেও ওই বছর কাজটি সম্পূর্ণ হয়নি । শেষমেশ ২০২৩ সালের নভেম্বরে তাঁর আরো এক অ্যাপ ডেভেলপার বন্ধুর সাথে মিলে বানিয়ে ফেললেন 'নিভয়' অ্যাপটি ।
অ্যাপটি বর্তমানে ডেমু ভার্শনে রয়েছে এবং প্রথমত এটি বান্দরবান জেলায় সচল থাকবে। মাশরুরের স্বপ্ন অ্যাপটি খুব দ্রুতই সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার। আ্যাপটির আরো ফিচারের মধ্যে রয়েছে- জ্রুরী রক্ত সরবরাহ, জরুরী এম্বুল্যান্স সেবা বার্তা, জরুরী ফায়ার সার্ভিস বার্তা সহ আরো অনেক কিছু...
Comments
Post a Comment