Posts

Showing posts from December, 2024

শিশু শ্রম বন্ধ আন্দোলন

Image
নির্ভয় অ্যাপ & টিম বাংলাদেশ এর একটি নতুন প্লাটফর্ম- শিশু শ্রম বন্ধ আন্দোলন বাংলাদেশ । পুরো বাংলাদেশে যে কয়টি জেলায় নির্ভয় টিম রয়েছে, শ্রম ও ক্রমসংস্থান মন্ত্রণালয়ের জেলা ভিত্তিক/বিভাগভিত্তিক অধিদফতরের সহায়তায় এই আন্দোলন আজীবন চলমান থাকবে। যেখানেই শিশু শ্রম দেখবেন, (ঝুঁকিপূর্ণ ও পরিশ্রমযুক্ত) নির্ভয় অ্যাপ এ অভিযোগ জানাবেন, এটি যেকোনো ব্যক্তি/যুব/কিশোরদের জন্য উন্মুক্ত !  'বন্ধ করতে শিশুশ্রম ,নির্ভয়ে হোক আন্দোলন...'

এম্বার এলার্ট বাংলাদেশ!

Image
এম্বার এলার্ট বাংলাদেশ!    বাংলাদেশে শিশু নিখোঁজ প্রতিরোধে Amber Alert চালুর দাবীতে আমরা ১ লক্ষ পিটিশন সংগ্রহ করছি । আপনার একটি স্বাক্ষর বাঁচাতে পারে একটি শিশুর জীবন ।  📢 পিটিশন স্বাক্ষর করুন: 👉 https://amberalert4bangladesh.org শেয়ার করুন এবং কমপক্ষে ১০জনের স্বাক্ষরে সংগ্রহ করে দিন। #everychildmatters
Image
নিরাপত্তা নির্ভয়ে  দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী 'সৈয়দ মাশরুর'। থাকেন বান্দরবান পার্বত্য জেলায়। কাজ করেছেন 'ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স বাংলাদেশ' এর সেন্ট্রাল রিসার্চ সেক্রেটারী হিসেবে।  সমাজ সংস্কার এবং টিনেজারদের নিয়ে লিখেছেন একটি বেস্ট সেলার বই যার নাম 'নিবিরের নোটবুক' । বর্তমানে 'নির্ভয় মোবাইল অ্যাপ' এর ফাউন্ডার এবং উদ্যোক্তা হিসেবে আছেন। এটি এমন একটি মোবাইল অ্যাপ যার মাধ্যমে খুব দ্রুত ধর্ষণ,ইভটিজিং,ছিনতাই, হামলা সহ সকল অফলাইন সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে।  অ্যাপটির মুল নাম 'নির্ভয় The pretector'। কোনো ধরণের ইন্টারনেট বা অ্যাপে স্বতন্ত্র প্রবেশ করা ব্যতিত, ভিকটিম স্মার্টফোনের ভলিউমবাটনে ৫ বার ক্লিক করলেই তাঁর ঠিকানা ম্যাসেজসহ একটি কল ঐ লোকেশনের পাশের থানায় চলে যাবে। পাশাপাশি তাঁর লোকেশনের আশেপাশে থাকা অ্যাপটির ভ্লান্টিয়ারসদের কাছেও বার্তা চলে যাবে। তাছাড়া ভিক্তিমের উক্ত স্মার্টফোনে যদি ফেসবুক লগইন করা থাকে, তাহলে অটোমেটিক একটি বিপদবার্তা তাঁর টাইমলাইনে পোস্ট করা হয়ে যাবে।  এমন ভিন্নধর্মী আ্যাপ বাংলাদেশে একেবারেই প্রথম। ২০২১ সালের আগস্টে হঠাৎ...